বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সেতুর অভাবে ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১২:৫৭ এএম

সেতুর অভাবে ৩০ হাজার  মানুষ চরম দুর্ভোগে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর গোলাবাড়ি এলাকায় একটি সেতু না থাকায় পাঁচটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্ষা মৌসুমে খেয়া নৌকায় পারাপারের ব্যবস্থা থাকলেও শুকনো মৌসুমে এপাড়-ওপাড়ের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখন হাঁটুসমান কাদা ও দুর্বিষহ পথ পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় স্থানীয়দের।

স্বাধীনতার ৫৪ বছর পরও ওই অঞ্চলের মানুষের চলাচল সহজ করতে সেতু নির্মাণে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, সরকার আসে, সরকার যায়; প্রতিশ্রুতি শুধু মুখেই থাকে, কাজের দেখা মেলে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চলের জোড়খালী, খিলকাটি, হাটমাগুড়া, জামদহ ও ফুলজোড়, এই পাঁচটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন চর গোলাবাড়ি-খিলকাটি-বালিজুড়ী সড়ক ব্যবহার করেন। এটি ওই অঞ্চলের একমাত্র প্রধান সড়ক।

এ সড়কের মাঝের চর গোলাবাড়ি অংশে সেতু না থাকায় প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হন কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ফসল বাজারে নিতে পারছি না। অসুস্থ রোগীদেরও সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। একটি সেতু থাকলে জীবনটা অনেক সহজ হতো।’

স্থানীয় স্কুলের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণ করা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। ছোটবেলা থেকে শুনছি, এখানে সেতু হবে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও তা বাস্তবায়ন হয়নি।’

৫নং জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া বলেন, ‘চর গোলাবাড়ি এলাকায় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে ভুগছেন। তাই সরকারের কাছে দাবি, বৃহত্তর গোলাবাড়ি এলাকার জনস্বার্থে দ্রুত একটি সেতু নির্মাণ করা হোক।’

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ৫নং জোড়খালী ইউনিয়ন অফিস জেসি ভাইয়া খিলকাটি রোডে সিআইবি ৩০০ মিটার ব্রিজের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সয়েল টেস্টের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সয়েল টেস্ট হয়ে গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!