বরগুনার তালতলী উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শ হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরান একই গ্রামের মো. সোহেল ফকিরের ছেলে ও হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাইজোড়া গ্রামে ধান চাষ করেন একই গ্রামের মো. আবু সালেহ আকন। তিনি ধানখেতে ইঁদুর মারার জন্য পার্শ্ববর্তী মসজিদ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। এমন অবস্থা আজ সকালে ইমরান তার মা রিপা বেগমের সঙ্গে ধানখেতে ছাগলের জন্য ঘাষ কাটতে যায়। এ সময় অসাবধানতাবশত ইমরান ধানখেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়। এ সময় তার মায়ের চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পর্শের ক্ষত দেখা যায়। নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুতিক ফাঁদ পাতা ছিলো। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে মৃত্যু হয়েছে। তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন