ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

জরিমানা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১২:৩৩ এএম

জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পচা ও বাসি খাবার রাখার দায়ে কালাই সিএনজি স্ট্যান্ডে অবস্থিত বিসমিল্লাহ হোটেল-১ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, হোটেলের খাবার রাখার স্থানে ময়লাযুক্ত ফ্যান, ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে সংরক্ষণ, এবং পচা ও বাসি খাবার রাখার প্রমাণ মেলে। এ ঘটনায় হোটেল মালিক আবু তাহের-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইউএনও মালিককে আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।