গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে শ্মশ্মান কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ শ্মশ্মানে স্বপন চন্দ্র বর্মনকে সভাপতি ও সন্তোষ কুমার রায়কে সাধারণ সম্পাদক ও রবীন্দ্র নাথ বর্মনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৬২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই এলাকার সনাতন ধর্মালম্বীরা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান।

