ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বিচার চেয়ে মানববন্ধন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:৩২ এএম

সোনাগাজীতে পরকীয়ার ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. সুজন (২৫) নামে এক অটোরিকশাচালককে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে সোনাগাজী উপজেলার জমাদার বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আসিফ রবিন বলেন, আমরা সুজন হত্যার বিচার দাবি করছি। সুজন একজন নিরীহ লোক ছিলেন। যে ভিকটিম ছিল মহিলা সে ছিল একজন দেহ ব্যবসায়ী। সুজন তার আশপাশের এসব দেখেই প্রতিবাদ করেছে। এটা কিন্তু তার অন্যায় নয়। আমরা তাকে ধন্যবাদ জানাই। সে ছিল একজন প্রতিবাদকারী।