ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:০৪ এএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ^কাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। এরই মধ্যে ভারতের ভেন্যুগুলো চূড়ান্ত হয়েছে। আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে বিশ^কাপের ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে। এর মধ্যে দুটি কলম্বো ও পাল্লেকেলে। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর তিন মাস আগে আগামী সপ্তাহেই আইসিসি আনুষ্ঠানিকভাবে পূর্ণ সূচি প্রকাশ করবে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, অংশগ্রহণকারী বেশির ভাগ দল আইসিসির কাছ থেকে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি হাতে পাওয়ার অপেক্ষায় আছে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টের টিকিট বণ্টন নিয়েও এখনো পর্যন্ত কিছু জানায়নি। দ্বিপাক্ষিক সম্পর্কজনিত কারণে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে পরস্পরের ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্তে অটল আছে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান যদি ফাইনালে পৌঁছায়, সেটিও হবে শ্রীলঙ্কার মাটিতেই। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট ২০২৪ সালের সংস্করণের মতোই হবে। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতিটি দল একবার করে অন্য দলের সঙ্গে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে দুটি গ্রুপে বিভক্ত হবে চারটি করে দল। সুপার এইটে দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার বাইরে স্বয়ংক্রিয়ভাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ সাত দলÑ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিনটি দলÑ নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চলের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছে কানাডা। ইউরোপ অঞ্চলের পাঁচ দলের বাছাই থেকে এসেছে ইতালি (প্রথমবারের মতো টি-২০ বিশ^কাপে) ও নেদারল্যান্ডস। আফ্রিকা অঞ্চলের আট দলের লড়াইয়ে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইপিএ অঞ্চলের লড়াই থেকে এসেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এবার নিজেদের মাঠে শিরোপা রক্ষার মিশনে নামবে। গত আসরে বার্বাডোসে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ^চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।