ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

নমিনেশন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, শিবচর
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:৫৯ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার হাতিরবাগান মাঠে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেন-“নমিনেশন স্থগিত মানি না, মানবো না-পূর্ণবহাল করতে হবে!”

সমাবেশে বক্তব্য দেন স্থগিতপ্রাপ্ত প্রার্থী কামাল জামান মোল্লা। তিনি বলেন, “আমরা ১৭ বছর রাজপথে আছি। মামলা-হামলা, জেল-নির্যাতন সহ্য করেছি। সাবেক চিফ হুইপের কারণে শিবচরে দীর্ঘদিন আসতে পারিনি। ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবুও আমি রাজপথ ছাড়িনি।”

তিনি অভিযোগ করে বলেন, যারা আমার নমিনেশন স্থগিতের চেষ্টা করছে, তারা কখনো রাজপথে ছিল না। তারা সাবেক এমপি লিটন চৌধুরীর অনুসারী এবং আওয়ামী লীগের দোসর হয়ে ষড়যন্ত্র করছে।

শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, দলের ভেতরে কিছু কুচক্রী আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে দলকে দুর্বল করার চেষ্টা করছে। তারা কোন আন্দোলনে ছিলেন না। হাইকমান্ড অনুমোদিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ শৃঙ্খলাভঙ্গ।

তিনি আরো বলেন, ধানের শীষ নিরাপদ কেবল কামাল জামান মোল্লার হাতে। অন্য কাউকে প্রার্থী দিলে শিবচরে অবস্থান ধরে রাখা যাবে না।

দিনব্যাপী সমাবেশে ছিল নানা বয়সের মানুষের ঢল। মাঠজুড়ে ব্যানার-ফেস্টুন, পোস্টার ও স্লোগানে মুখর পরিবেশের সৃষ্টি হয়। নারীসহ বিভিন্ন বয়সের মানুষ বিক্ষোভে অংশ নেন। মাঠে ধ্বনিত হতে থাকে- ‘নমিনেশন স্থগিত মানি না, মানবো না!’, ‘ধানের শীষে ভোট চাই, কামাল জামান মোল্লাকে চাই!’

সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডের কাছে কামাল জামান মোল্লার নমিনেশন পুনর্বহালের জোর দাবি জানান। নেতাকর্মীরা দাবি করেন, শিবচরের জনগণের আস্থা ও সমর্থন এখনও তাঁর পক্ষেই।