ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বিএনপির শৃঙ্খলাভঙ্গকারীদের পেছনে আছে জামায়াত-আ.লীগের অর্থ: নাসির

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১০:২৯ এএম
এস. এম. ওবায়দুল হক নাসির। ছবি: রূপালী বাংলাদেশ

বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের পেছনে জামায়াত ও আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. এম. ওবায়দুল হক নাসির।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঘাটাইল গণ পাইলট সরাসরি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। আন্দোলন সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। ভোটাধিকার ফিরিয়ে এনে ঘাটাইলের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করব।’

আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুল হক নাসির বলেন, ‘দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যারা দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জামায়াত ইসলামের অর্থায়নে ষড়যন্ত্র করছে।”

গণসমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।