ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বাইসাইকেল বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:৩৩ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে মেধাবী শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ছাত্রী ও দুস্থ নারীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন অতিথিরা। এতে উপজেলার ১-১০ নম্বর ওয়ার্ডের ৮০ জন ছাত্র-ছাত্রীকে বাইসাইকেল, দুস্থ নারীদের সেলাই মেশিন, প্রতিটি মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাকে একটি করে ফুটবল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আইপিএস, বিভিন্ন সরকারি দপ্তরে ফার্নিচার, প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ এবং প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।