বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নলছিটি উপজেলার তালতলা বহুমুখী ইসলামী কমপ্লেক্স-এর এতিমখানায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের কেক কাটা বা আনুষ্ঠানিকতা না করে মানবিক কর্মকা-ে ব্যয় করতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি গ্রহণ করেন। গতকাল শুক্রবার এতিমখানার জন ছাত্রসহ বাজারের পথচারী ও গাড়িচালকদের হাতে খাবার বিতরণ করা হয়। এ উদ্যোগের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান সরদার হিরু। তার আর্থিক ও সার্বিক সমন্বয়ে সুবিদপুর, মোল্লারহাট, কুশঙ্গল ও নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

