ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

পর্যটন উন্নয়নে কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:২৯ এএম

শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বোর্ডের উপপরিচালক মহিবুল ইলাম, শ্রীমঙ্গলের এসিল্যান্ড মুহিবুল্লাহ আকন এবং স্থানীয় সংবাদকর্মীরা।

কর্মশালার প্রধান অতিথি সালেহা বিনতে সিরাজ শ্রীমঙ্গলকে দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, ইতিবাচক ও পরিকল্পিত সংবাদ উপস্থাপনার মাধ্যমে শ্রীমঙ্গলের পর্যটনের সম্ভাবনাকে আরও বেশি পরিচিত করা সম্ভব। স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রতিবেদন ও তথ্যসমৃদ্ধ লেখার মাধ্যমে পর্যটকদের কাছে শ্রীমঙ্গলের সৌন্দর্য তুলে ধরতে পারেন।