ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

তোরণে অগ্নিসংযোগ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫১ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়িসংলগ্ন এলাকায় নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

জানা যায়, বেশ কিছুদিন আগে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকেরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় একটি তোরণ নির্মাণ করেন। গত বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। এ সময় পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর তা জানাজানি হয়।