ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

শিক্ষাসামগ্রী বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫১ এএম

সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২১২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে আমিরাবাদ বিসিলাহা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়। এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।