কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় বিতর্ক ও বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও গতিশীল ও কার্যকর করতে দুই দিনব্যাপী ইউপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ তিনটি ব্যাচে সাতটি ইউনিয়নের নির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে গ্রাম আদালতের ভূমিকা, মামলা গ্রহণ, সমঝোতা প্রক্রিয়া, আইনগত কাঠামোসহ জনবান্ধব সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতবিষয়ক ডিডিএলজি। প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী। স্থানীয় বিরোধ নিষ্পত্তি দ্রুত ও স্বচ্ছ করার প্রত্যয়ে এ প্রশিক্ষণ ইউপি সদস্যদের সক্ষমতা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

