বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:০৫ এএম

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে খামারিদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:০৫ এএম

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের  দাবিতে খামারিদের মানববন্ধন

ভোলার বোরহানউদ্দিনে প্রান্তিক খামারিদের রক্ষায় ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর নামে কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন কাজী ফার্মসের ভোলা ব্রাঞ্চ অফিসের সামনে প্রান্তিক খামারি রক্ষা পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কাজী ফার্মসের সিন্ডিকেটের কারণে খামারিরা জিম্মিদশায় পড়েছেন। কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে প্রতিষ্ঠানের দাদন ব্যবসা প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোলা নদীবেষ্টিত দ্বীপ জেলা। এখানে প্রায় ২০ লাখ মানুষের বসবাস, এখানে ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার প্রান্তিক পোল্ট্রি খামারি। জেলার বাইরে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় স্থানীয় খামারিদের উৎপাদিত মুরগি ভোলাতেই বিক্রি করতে হয়। কিন্তু কন্ট্রাক্ট খামারিদের কম খরচে উৎপাদন করা ব্রয়লার নিয়মিতভাবে স্থানীয় বাজারে ছাড়ায় প্রান্তিক খামারিরা লোকসানে পড়ছেন। ফলে একের পর এক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে; হাজারো মানুষ বেকারত্ব ও দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছেন।

খামারিরা জানান, তারা কাজী ফার্মসের কাছ থেকে বাচ্চা ও ফিড নিয়ে উৎপাদন করে ন্যায্য মূল্য পেতে চান। তাই ভোলায় কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করে প্রান্তিক খামারিদের বাঁচিয়ে রাখার আহ্বান জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপরিকল্পিত সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেনÑ প্রান্তিক খামারি রক্ষা পরিষদের আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ।

মানববন্ধন শেষে কাজী ফার্মসের ভোলা ব্রাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!