মেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে অগ্রগতি না পাওয়ায় এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকা ৩১০টি বিদ্যালয়ের এই ‘শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে টানা তৃতীয় দিনের মতো স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষা।
গতকাল বুধবার সরেজমিনে বিদ্যালয়গুলোতে দেখা গেছে, প্রধান শিক্ষকরা বিদ্যালয়ে অবস্থান করলেও সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে তালা লাগিয়ে সবাই চলে গেছেন। শুধু প্রধান শিক্ষকরা বাইরে ঘোরাঘুরি করছেন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৩১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষক রয়েছেন ২ হাজার জন। তাদের বাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তৃতীয় দিনের মতো স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষা।
সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার দাবি মেনে নিলে সঙ্গে সঙ্গে কর্মসূচি স্থগিত করা হবে। শিক্ষার্থীদের সাময়িক যে সমস্যা হবে তা তারা পুষিয়ে দিবেন। তবে শিক্ষকদের দাবি না মানলে কেন্দ্রঘোষিত যে কর্মসূচি আসবে তারা সেই কর্মসূচি ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন