কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে, তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফ শেখের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুষ্টিয়া সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আরিফুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদাছড়ি তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন