ফরিদপুরের সদরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় দুটি গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছেÑ জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, সরকারি বিভিন্ন দপ্তরের আনন্দমেলাসহ বিভিন্ন কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস জাতির ইতিহাসের গৌরবময় চেতনার প্রতীক। দিবসগুলো শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালনে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন