থানা বাসস্ট্যান্ড হতে ধাপহাট রোর্ডের ব্রিজ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান এ নির্মাণকাজ উদ্বোধন করেন।
বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিপিবিইউআইডিপি) অর্থায়নে ৩৫ লাখ ৩৭ হাজার ৭২৭ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করছে মেসার্স এস.টি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মতিন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আখতারুজ্জামান তুহিন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক কাওছার আলী শেখ, উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন