রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে মহানগরীর উপশহরস্থ রাজশাহী ওয়াসা ভবনের সামনে কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী দীর্ঘ ১৫-২০ বছর ধরে অস্থায়ীভিত্তিতে সেবা প্রদান করছেন। রাষ্ট্রের অন্যান্য মানুষের জীবনমান উন্নয়ন হলেও ওয়াসার কর্মচারীদের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। তারা শ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত রয়েছেন। বক্তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে পানি সরবরাহ বন্ধ ও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সহসভাপতি আসলাম হোসেন সরকারসহ অন্য কর্মচারীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন