বরগুনার তালতলীতে দেড় হাজার পিস ইয়াবাসহ দেবর ও ভাবীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ফায়ার সার্ভিসের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখালের হুমায়ূন কবির ও তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মমিসেপাড়ার শাহ আলমের স্ত্রী খুকুমনি আক্তার (৩১)। খুকুমনি ও হুমায়ূন কবির সম্পর্কে দেবর-ভাবি হন।
যৌথ বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তারা ঢাকা থেকে বাসযোগে আমতলীতে এসে সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার সময় চেকপোস্টে ধরা পড়েন।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি বাড়ানো হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে দেহ তল্লাশিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তালতলী থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চক্রটি এলাকায় মাদক কারবারে জড়িত ছিল। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন