জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যত দিন পর্যন্ত দোষীদের বিচার না হবে, তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মাগুরায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা আগামী ৫ আগস্টের মধ্যে এর বাস্তবায়ন চাই। এই দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ফ্যাসিস্টের বিচার, জুলাই সনদ ঘোষণা এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।
নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ সব শহিদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। সন্ত্রাস, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করেছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। আমরা মাগুরার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এ লড়াই শেষ করতে চাই।
জুলাই পদযাত্রা সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও দুপুর দেড়টায় ঝিনাইদহ জেলা থেকে মাগুরায় এসে পৌঁছায়। পদযাত্রায় নাহিদ ইসলাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রাটি মিছিলসহ মাগুরা শহর প্রদক্ষিণ করে। পদযাত্রাটি মাগুরা শহরের ভায়না মোড়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকার নির্বাচনকেন্দ্রিক বেশি কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় ভুলে যাচ্ছে, তারা একটি গণঅভ্যুত্থানের সরকার। তারা নিজেদের যদি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে চায়, তাহলে তাদের সেটা ঘোষণা করে দেওয়াই ভালো।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের সরকার হিসেবে তাদের কিছু মৌলিক দায়িত্ব আছে, কিন্তু তারা সেটা পালন না করে বরং নির্বাচন নিয়ে বেশি কথা বলছে। নির্বাচনকেন্দ্রিক মন্তব্যই তাদের কাছ থেকে বেশি পাওয়া যাচ্ছে। আমরা যেটা আশা করছি, বিচার ও মৌলিক সংস্কার নিয়ে কাজ করবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না।’ পরে পদযাত্রাটি নড়াইল জেলার উদ্দেশে রওনা দেয়।
আপনার মতামত লিখুন :