ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

৪৯৭৮ হাজি ফেরত পাবেন সোয়া আট কোটি টাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:৩১ পিএম

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৯৭৮ জন হজযাত্রীকে (হাজি) উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা। চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সর্বনি¤œ ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের ব্যাবসায়িক কোনো উদ্দেশ্য নেই। হাজিদের সেবা করা সরকারের একমাত্র ব্রত। আমরা এ বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করব।
সাধারণ হজ প্যাকেজ-১ এর হাজিদের ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে রাখা হয় জানিয়ে উপদেষ্টা বলেন, ৪ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। ৫ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৩ হাজার ৫৭০ টাকা ফেরত পাবেন। এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি। ৬ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন, এ বাড়িতেও শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি।
‘সাধারণ হজ প্যাকেজ-২ এর হাজিদের ১, ২ ও ৩ নম্বর বাড়িতে রাখা হয়। ১ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ১৯ হাজার ১৯২ টাকা, শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫১ হাজার ৬৯২ টাকা ফেরত পাবেন। ২ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২১ হাজার ১৪২ টাকা ফেরত পাবেন এবং শর্ট প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৩ হাজার ৬৪২ টাকা ফেরত পাবেন। ৩ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ২৪ হাজার ২৬২ টাকা ফেরত পাবেন, এ বাড়িতে শর্ট প্যাকেজের কোনো হাজি রাখা হয়নি।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি মাধ্যমের ৪ হাজার ৯৭৮ জন হাজিকে আমরা সর্বমোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দিব। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়া হবে কি নাÑ জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, লাভ হিসাবে উদ্বৃত্ত এই টাকাটা আমরা নিজেরা ভোগ করে থাকি। নানামুখী চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে সরকারকে হজ ব্যবস্থাপনার বিষয়টি সম্পন্ন করতে হয়েছে বলে জানান উপদেষ্টা।
এ বছর হজের সফরকে সহজ, মসৃণ, নিরাপদ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে তৈরি করা হয় ‘খধননধরশ’ মোবাইল অ্যাপস, প্রি পেইড কার্ড ও সাশ্রয়ী রেটে বিশেষ ফোন রোমিং প্যাকেজ বিশেষ সহায়ক হয়েছে বলে জানান উপদেষ্টা।
হজযাত্রীদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে সৌদি আরবে একটি সিন্ডিকেট কাজ করে বলে অভিযোগ রয়েছে। এতে বাড়ি ভাড়া বেড়ে যায়Ñ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম উপদেষ্টা বলেন, এবার সবাই মিলে যাচাই-বাছাই করে বাড়ি ভাড়া করা হয়েছে। এ ছাড়া সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে বাড়ি ভাড়ার পার্থক্য হয়ে থাকে। আমার মনে হচ্ছে এবার সিন্ডিকেট কাজ করতে পারেনি। সিন্ডিকেট সক্রিয় ছিল না।