বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৫৪ এএম

ফাইনালে প্রবাসী বক্সার জিনাত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৮:৫৪ এএম

ফাইনালে প্রবাসী বক্সার জিনাত

জাতীয় বক্সিংয়ে বক্সারদের পদচারণায় মুখর মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এবার আমেরিকাপ্রবাসী জিনাত ফেরদৌস জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ায় মিডিয়ার আগ্রহ বেড়েছে।

জাতীয় বক্সিং শুরু হওয়ার পর গতকাল রিংয়ে প্রথম নেমেছিলেন জিনাত ফেরদৌস। ৫২ কেজি ওজন শ্রেণির সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর আসিয়া খাতুনের মোকাবিলা করেন তিনি।

স্বাভাবিকভাবেই জিনাত এই লড়াইয়ে জয়ী হয়েছেন। বাংলাদেশে প্রথমবার রিংয়ে নামার পর জিনাতের অনুভূতি, ‘ভালো লাগছে, এই প্রথম বাংলাদেশে খেললাম। সবাই অনেক উৎসাহ দিয়েছে। মেয়েটা (আসিয়া) ভালোই ফাইট করার চেষ্টা করেছে। মাইন্ড সেট স্ট্রং, গিভ আপ (ম্যাচ ছেড়ে দেওয়া) করেনি। টেকনিক্যালি একটু পিছিয়ে, তবে সাহস আছে।’ ফুটবল ও ক্রিকেট ছাড়া দেশের অন্য খেলাগুলো সব দিক থেকেই পিছিয়ে। ভালো মানের ভেন্যু ও অনুশীলনের সুবিধাও পান না ক্রীড়াবিদেরা।

তবে বক্সিং স্টেডিয়ামের রিং নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করলেন জিনাত, ‘সমস্যা হয়নি। ভালোই লেগেছে।’ ৫২ কেজি ওজন শ্রেণিতে নারী বক্সার ছিলেন ছয়জন। জিনাত প্রথম পর্যায়ে বাই পান। তিনি সরাসরি সেমিফাইনালে খেলেন। আসিয়াকে হারিয়ে আজ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন। আরেক সেমিফাইনালে বাংলাদেশ আনসারের আফরা খন্দকার তূর্য বক্সিং ক্লাবের অন্তরা আক্তার বৃষ্টিকে পরাজিত করেন। ফাইনালে আফরা জিনাতের বিরুদ্ধে লড়বেন।

বিকেএসপির সাবেক শিক্ষার্থী আফরার আরেকটি পরিচয়Ñ তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বড় বোন। আফরা কয়েক বছর ধরে বক্সিং করলেও আফঈদা খন্দকার কয়েক মাস আগে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক হওয়ার পরই মূলত তিনি আলোচনায় এসেছেন। ফাইনাল নিয়ে আফরার মন্তব্য, ‘জিনাত অনেক ভালো মানের বক্সার। আশা করি আগামীকাল একটি উপভোগ্য ফাইনাল হবে।’ জিনাত আমেরিকার নিউইয়র্কে থাকেন।

গত দুই বছর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেললেও ঢাকায় অংশগ্রহণ এই প্রথম। তাই তার বাংলাদেশের বক্সারদের সম্পর্কে ধারণা কম। ফাইনালের প্রতিপক্ষ আফরাকে নিয়ে জিনাতের মন্তব্য, ‘আসলে আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে চিন্তা করি না। যে-ই হোক, নিজের খেলাটা খেলে জিততে চাই। বাংলাদেশে প্রথমবার খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হয়ে স্মরণীয় করতে চাই।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!