রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:০২ পিএম

জ্যোতিদের বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:০২ পিএম

জ্যোতিদের বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি

রুদ্ধশ্বাস এক পরিস্থিতির মধ্য দিয়ে গত এপ্রিলে ২০২৫ ওয়ানডে বিশ^কাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্বে সমান পয়েন্ট হওয়া (৬ করে) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নেট রানের হিসাব মিলিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে ওঠে বাংলাদেশের মেয়েরা। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হবে নারী বিশ্ব আসর। আট দলের এই টুর্নামেন্টে ফাইনালসহ ৩১টি ম্যাচ হবে। এরই মধ্যে বিশ্বকাপ সামনে রেখে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ভালোভাবেই প্রস্তুত হচ্ছে।

অথচ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা সিরিজের বাইরেই থাকতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। বিশ^কাপ নিশ্চিত করার পর সাড়ে তিন মাস হতে চলল, নারী দলের জন্য এখনো কোনো সিরিজ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা আর সিলেটে ক্যাম্প করার পাশাপাশি জাতীয় অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের বিপক্ষে চ্যালেঞ্জ লিগ নামের একটি টুর্নামেন্ট খেলে বিশ^কাপের জন্য প্রস্তুত হবেন নিগার সুলতানা জ্যোতিরা। কারণ, নারী দলের জন্য ভালো মানের দল খুঁঁজে পাচ্ছে না ক্রিকেট বোর্ড।

যাদের পাওয়া যাচ্ছে, তারা আবার বাংলাদেশের চেয়ে কম শক্তির দল। ফলে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নারী দলের জন্য সিরিজ আয়োজন করতে গিয়ে বিপাকে পড়ল বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি নারী ক্রিকেটও দেখছেন নাজমুল আবেদীন ফাহিম। বিশ্বকাপগামী নারী দলের প্রস্তুতি প্রসঙ্গে রূপালী বাংলাদেশকে নাজমুল আবেদীন বলেন, ‘বিশ্বকাপের শেষ দল হিসেবে কোয়ালিফাই করেছে বাংলাদেশ, যে কারণে সমস্যা হয়েছে। সিরিজ খেলার জন্য আমরা আমাদের সমশক্তির দল পাচ্ছি না। যাদের পাচ্ছি, তাদের বাংলাদেশের চেয়ে নিচের দিকে দল। আর অন্য দলগুলো যারা বিশ^কাপে কোয়ালিফাই করেছে, তারা আগে থেকেই নিজের মধ্যে সিরিজ খেলছে। তাদের সঙ্গে আমরা খেলতে পারছি না শেষে কোয়ালিফাই করার কারণে।’

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজ খেলতে না পারায় নারী দলের প্রস্তুতিতে যে ঘাটতি থাকবে, তা স্বীকার করে নেন নাজমুল আবেদীন। তার মতে, সিরিজ খেলতে পারলে ভালো হতো। তবে বিশ^কাপ প্রস্তুতি নিয়ে কোনো কার্পণ্য করছে না বিসিবি। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগ পর্যন্ত মেয়েদের ক্যাম্প চলবে। আর অনূর্ধ্ব-১৫

ছেলেদের বিপক্ষে যে চ্যালেঞ্জ লিগ হবে, সেখানেও তাদের ভালো প্রস্তুতি হবে। ছেলেদের দলের সঙ্গে নারী দলের ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’ ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি হবে দেশের ক্রিকেটে এক নতুনত্ব। নাজমুল আবেদীন জানান, অনেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতোই হবে চ্যালেঞ্জ লিগ। এই টুর্নামেন্টে দুটি নারী দল ও একটি অনূর্ধ্ব-১৫ পুরুষ দল অংশ নেবে। দুটি করে রাউন্ড হবে। অর্থাৎ, প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তবে টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ নেই।

নাজমুল আবেদীন বলেন, ‘আমরা বাধ্য হয়েই এই টুর্নামেন্টটি আয়োজন করছি। আশা করি, মেয়েদের জন্য ভালো প্রস্তুতি হবে।’ অন্যদিকে, এশিয়া কাপ সামনে রেখে পুরুষ দলের জন্যও আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে গিয়ে হিমশিম খায় বিসিবি।

আগস্টে বাংলাদেশ সফরে ভারত না আসায় এখন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটনরা। চলতি মাসের শেষের দিকে হবে এই সিরিজ। মেয়েদের জন্য কি এমন পরিকল্পনা করা যায়নি? নাজমুল আবেদীন বলেন, ‘নেদারল্যান্ডসের ছেলেদের দলটি খারাপ না। তারাও ভালো দল। তবে মেয়েদের জন্য আমরা সেই মানের দল পাইনি, যে কারণে আমরা সিরিজ আয়োজন করতে পারছি না।’ আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে না পারায় প্রস্তুতির ঘাটতি নিয়েই যে বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ নারী দল, সেটি আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!