মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০২:২২ এএম

কিংস ও আবাহনীর সামনে চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০২:২২ এএম

কিংস ও আবাহনীর সামনে চ্যালেঞ্জ

এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশের দুটি ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিডেট। জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। বিকেল ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথার। কাতারের দোহার মাঠে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল-কারামাহ। রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। কিছু দিন ধরে এই দুই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের ক্লাব দুটি। চ্যালেঞ্জ লিগ সামনে রেখে দলবদলের মৌসুমে দুদলই বেশ কিছু ফুটবলার দলে নিয়েছে কিংস ও আবাহনী। সেরা দল নিয়ে খেললেও তাদের সামনে যে আজ বড় চ্যালেঞ্জে জানাবে বিদেশি দুটি ক্লাব, সেটি বলার অপেক্ষা রাখে না।

চ্যালেঞ্জ লিগের ম্যাচ সামনে রেখে আবাহনী দলে যোগ দিয়েছেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত তিনি। টানা ছয় মৌসুম মোহামেডানের হয়ে খেলেছেন দিয়াবাতে। তার অধিনায়কত্বে মোহামেডান ২২ বছর পর প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়। কিন্তু সাদা-কালো শিবির তাকে ধরে রাখেনি। তাই এবার যোগ দিয়েছেন মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে। দিয়াবাতে জানালেন, আবাহনী তার জন্য নতুন ক্লাব নয়। গত ছয় বছর আবাহনীর ছিল প্রতিপক্ষ। এবার আবাহনীতে যোগ দিয়ে দিয়াবাতে জানালেন, ‘আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি। তাই তারা আমার কাছে নতুন নয়। হয়তো খেলাটা নতুন, তবে যেমনটা বলেছি, ফুটবল একই ধরনের। খালি নামটা ভিন্ন।’ চ্যালেঞ্জ লিগের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি। তাই আমি আমার খেলাটা খেলব, ইনশা আল্লাহ। আমরা জেতার চেষ্টা করব। জয়ের জন্য সবকিছু করব।’

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে মোহামেডানের এএফসি টুর্নামেন্ট খেলার কথা ছিল। ক্লাব লাইসেন্স না থাকায় আবাহনী সুযোগ পেয়েছে। ঘটনাক্রমে সুযোগ পেয়েছেন দিয়াবাতেও। তিনি বলেন, ‘ফুটবল একজনের খেলা নয়। শুধু বিদেশিদের জন্য নয়, এখানে স্থানীয়রাও গুরুত্বপূর্ণ। আমি জানি তারা ভালো খেলোয়াড়। তারা যদি আমাকে সহায়তা করে আমরা কিছু একটা করতে পারব ইনশা আল্লাহ।’ আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে চান মালির স্ট্রাইকার দিয়াবাতে। তিনি বলেন, ‘এ মৌসুমে তারা চেষ্টা করবে কোনো শিরোপা জেতার। চ্যাম্পিয়ন হওয়ার। ফুটবলে যেকোনো কিছু হতে পারে, মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারলে আবাহনী কেন পারবে না। আমি অভিজ্ঞ একজন খেলোয়াড়।

জানি কীভাবে খেলতে হয়। আমি আমার সেরাটা দেব এবং গোল করব।’ গত মৌসুমে তারা লিগ শিরোপা হারিয়েছে মোহামেডানের কাছে, হয়েছে তৃতীয়। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের জন্য সøট শুরুতে ছিল একটা। মোহামেডান ঠিকঠাক এএফসি ক্লাব লাইসেন্সিং না করায় সুযোগটা পেয়েছে লিগ রানার্স-আপ আবাহনী। বসুন্ধরার সামনে প্রিলির দরজা খুলে যায় পশ্চিম জোনে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো দল ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত মেটাতে না পারায়। ফেডারেশন কাপ জয়ী হিসেবে তারা খেলবে এবারের আসরে।

তবে নানা কারণেই বসুন্ধরা সেরা প্রস্তুতি নিতে পারেনি। তাদের চার বিদেশিকে অবশ্য দোহায় সরাসরি দলে যোগ দিতে বলা হয়েছে। এবার বসুন্ধরা ফিরিয়েছে দুই মৌসুম আগে খেলে যাওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজকে। এ ছাড়া আবাহনীর ঘরের ছেলেতে রূপ নেওয়া ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল আগুস্তো প্রথমবারের মতো খেলবেন বসুন্ধরার জার্সিতে। আর চ্যাম্পিয়ন মোহামেডানের দুই নাইজেরিয়ান ইমান্যুয়েল টনি ও সানডেকে দলে নিয়েছে বসুন্ধরা। গত মৌসুমে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগের অভিজ্ঞতা বাজে ছিল তাদের জন্য। সেবার তারা সরাসরি খেলেছিল গ্রুপ পর্বে।

ভুটানে অনুষ্ঠিত গ্রুপের তিন ম্যাচেই বসুন্ধরাকে পেতে হয় হারের লজ্জা। এমনকি স্থানীয় পারো এফসির কাছেও হার মানতে হয় বাংলাদেশ সেরাদের। এবার তারা যাচ্ছে প্রিলিমিনারি পর্বের বাধা টপকে গ্রুপ পর্বে যাওয়ার লক্ষ্যে। কিংসের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের বরাবরের মতো লক্ষ্য থাকবে জয়। এ ছাড়া অন্য কোনো লক্ষ্যে আমরা খেলি না। আমাদের তিন কোচ, চার বিদেশি ও কিউবা দলের সঙ্গে দোহায় যোগ দেবেন। সেখানে দুটি প্র্যাকটিস সেশন হবে। এরপর সিরিয়ার প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামব।

আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, কারণ সেখানে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। একই সঙ্গে আমাদের অফুরান শুভ কামনা থাকবে আবাহনীর জন্য। আমরা চাই তারাও যাতে প্রিলিমিনারি ম্যাচ জিতে গ্রুপ পর্বে যায়। দুটি দল গ্রুপ পর্বে যাওয়া মানে দেশের ফুটবলের জন্যই হবে বড় অর্জন।’
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!