শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:২৫ এএম

স্বর্ণকন্যা ফাতেমা মুজিবকে ছাড়াই ফেন্সিং শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:২৫ এএম

স্বর্ণকন্যা ফাতেমা

স্বর্ণকন্যা ফাতেমা

তাকে বলা হয় বাংলাদেশের ফেন্সিংয়ের পোস্টার গার্ল। লাল-সবুজের দেশে ফেন্সিং খেলা যার মাধ্যমে পরিচিতি পেয়েছিল, সেই ফাতেমা মুজিবকে ছাড়াই আজ শুরু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবসমূহ।

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জেতা ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এতে আসন্ন এসএ গেমসেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এসএ গেমস সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই এই ফেন্সার। প্রস্তুতি নিতে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। ফাতেমা যে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তা নিশ্চিত করে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, ‘ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক।

আমাদের সহযোগিতায় নৌবাহিনীর মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে। সফল অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসক তাকে কিছু বিধিনিষেধ দিয়েছেন। অন্তত চার মাস তার বিশ্রামের প্রয়োজন। আমরা চেষ্টা করছি তাকে আনার জন্য। যদি সম্ভব না হয়, তাহলে তার কাছাকাছি মানের ফেন্সার আমাদের রয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই।’ ফাতেমার বিকল্পও দেখছেন তিনি, ‘এখন আমাদের ট্রেনিং হচ্ছে এবং ইরান ও দক্ষিণ আফ্রিকা থেকে বিদেশি কোচ আসার পরে ওই গ্যাপটা পুষিয়ে নেব। ফাতেমা না থাকায় একটা মানসিক চাপ তো দলে থাকেই। যেমনÑ সাকিব আল হাসান খেলছেন না। অন্য খেলোয়াড়েরা আউট হয়ে যাচ্ছেন। ওই রকম একটা সমস্যা তো থেকেই যায়। আশা করছি এই সমস্যা আমরা কাটিয়ে উঠব।’

প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েলÑ এই তিন ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবেন প্রায় ১৭৫ জন ফেন্সার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

 

রূপালী বাংলাদেশ

Link copied!