ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ভুটান ম্যাচেও জয়ে চোখ অর্পিতাদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:৩০ এএম
জয়ে চোখ অর্পিতাদের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় প্রত্যাশাই করা হচ্ছে। ডাবল লিগ পদ্ধদিতে হচ্ছে টুর্নামেন্ট। ফলে প্রথম দেখায় স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারও ভুটান ম্যাচে জয়ে চোখ অর্পিতা বিশ^াসদের।

বাংলাদেশের কাছে ভুটান ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে অন্য কারণেও। কেননা, এই ম্যাচ হারলেই শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে যেতে হবে লাল-সবুজের জার্সিধারীদের। এমন সমীকরণ তাদের সামনে। এই ম্যাচটি তারা আরও ভালোভাবে জিততে চাইবে। কারণ, শিরোপা লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন ভারত। টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে। বাংলাদেশ যদি ভুটানকে হারায় আর নেপালের বিপক্ষে জয় পায় ভারত, তাহলে বাংলাদেশ ও ভারত ম্যাচটি রূপ নেবে অলিখিত ফাইনালে। বর্তমানে টেবিলে সর্বোচ্চ ১২ পয়েন্ট তুলে শীর্ষে ভারত। দ্বিতীয় বাংলাদেশ। তাদের অর্জন ৯ পয়েন্ট। আজ জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ১২। অন্যদিকে, নেপালকে হারাতে পারলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৫। শিরোপা জিততে শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্টও হবে ১৫। এই বয়সভিত্তিক সাফের নিয়ম অনুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে খেলা সরাসরি গড়াবে টাইব্রেকারে। এই টাইব্রেকার ভাগ্যে শিরোপা নির্ধারণ হবে।

এখনো অনূর্ধ্ব-১৭ সাফের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। দীর্ঘদিনের সেই আক্ষেপটা ভুটানে চলমান টুর্নামেন্টে ঘোচাতে চায় কোচ মাহবুবুর রহমান লিটুর দল।

এই লক্ষ্য নিয়েই খেলছেন মেয়েরা। গত ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী দল। ম্যাচ শেষে কোচ লিটু জানান, দলের পারফরম্যান্সে খুশি তিনি। তবে একটি গোল বাজেভাবে হজম করেছে দল। পুরো ম্যাচে বেশ কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেগুলো শুধরে শিরোপা জয়ের স্বপ্নে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান তারা। আজ ভুটানের বিপক্ষে জয় তুলে নেওয়ার পর ভারতকে ঘিরে পরিকল্পনা করবে বাংলাদেশ।