বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩২ এএম

সাকিবকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩২ এএম

লিটন কুমার দাস

লিটন কুমার দাস

সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুটি রেকর্ডের হাতছানি নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ঝোড়ো ইনিংসে এক রেকর্ড ভেঙে আরেক রেকর্ড স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি ফিফটির ইনিংস খেলার রেকর্ড গড়েছেন লিটন। এতে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। অন্যদিকে, সর্বোচ্চ ছক্কায় মাহমুদউল্লাহর পাশে বসেছেন লিটন।

গতকাল সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। বাংলাদেশের জার্সি গায়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ১৪তম ফিফটির রেকর্ড। এর আগে প্রথম ম্যাচে ফিফটি করে সাকিবের পাশে বসেছিলেন তিনি। ১৩টি ফিফটির ইনিংস রয়েছে সাকিবের। গতকাল ফিফটির ইনিংস খেলে সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়েছেন ডানহাতি ব্যাটসম্যান লিটন। আগ্রাসী ইনিংসে ৬ চারের সঙ্গে লিটন মেরেছেন ৪টি ছক্কা। তাতে তিনি বসেছেন মাহমুদউল্লাহর পাশে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ ও লিটন দুজনেরই সর্বোচ্চ ৭৭টি করে ছক্কা আছে। ৭৭ ছক্কা মারতে মাহমুদউল্লাহর চেয়ে অনেক কম ম্যাচ খেলতে হয়েছে লিটনকে। মাহমুদউল্লাহ ১৪১ ম্যাচে মারেন ৭৭ ছয়, ১১০  ম্যাচেই তাকে স্পর্শ করে গেছেন লিটন।

সিলেটে লিটনের রেকর্ড গড়া ম্যাচটিতে কয়েক দফায় বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টির বাধায় ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৬৪ রান তোলার পর খেলা বন্ধ থাকে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ৩৯ রানের সূচনা এনে দেন ওপেনার সাইফ হাসান ও লিটন দাস। ৮ বলে ১২ রান করে সাইফ আউট হলেও ব্যাটিংয়ে নৈপুণ্য দেখিয়ে যান অধিনায়ক লিটন।

তবে একাদশে সুযোগ পেয়ে তাওহিদ হৃদয় ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। শামীম পাটোয়ারী ১৯ বলে ২১ রান করে আউট হন। এরপর জাকের আলী ও নুরুল হাসান সোহান অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এগিয়ে নেন। একাদশে সুযোগ পেয়ে স্বরূপে জ¦লে ওঠেন সোহান। ১১ বলে ২২ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। ১৩ বলে জাকের ২০ রান করেন। এর আগে প্রথম দুই ম্যাচ সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে রাখে বাংলাদেশ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!