ভুটান নারী লিগ মাতাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। এবার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়ররা রীতিমতো গোলের বন্যায় ভাসালেন প্রতিপক্ষ দলকে। এক রেকর্ড গড়া ম্যাচ উপহার দিলেন তারা। তহুরা-শামসুন্নাহারের হ্যাটট্রিকে রয়েল থিম্পু কলেজ ক্লাব (আরটিসি) ৪০-০ গোলে বড় জয়ের রেকর্ড গড়েছে। তাদের প্রতিপক্ষ ছিল সামসে ওমেন ফুটবল ক্লাব। আরটিসি এফসির হয়ে তহুরা-শামসুন্নাহার ছাড়াও থিম্পুর একাধিক ফুটবলারও হ্যাটট্রিক করেছেন। ৪০-০ ব্যবধানে জয়টি ভুটান নারী ফুটবল লিগের ইতিহাসে রেকর্ড। এমন রেকর্ডময় ম্যাচে বাংলাদেশি নারী ফুটবলাররা জ¦লে উঠলেন। আরসিটি ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে যে আপডেট দিয়েছে, সেই তথ্য অনুযায়ী শামসুন্নাহার ৭টি এবং তহুরা ৬টি গোল করেছেন। থিম্পু ক্লাবের হয়ে আরও তিন বাংলাদেশি ফুটবলারÑ শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী ও আফইদা খন্দকার খেলছেন। এর মধ্যে আফইদা এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন