মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৫ পিএম

বিসিবি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল ও ফাহিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৫ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  হচ্ছেন বুলবুল ও ফাহিম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ)-এ ঢাকা বিভাগ থেকে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তারা। গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা বিভাগ থেকে দুইজন পরিচালক নির্বাচিত হবেন। এই বিভাগ থেকে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন বুলবুল ও ফাহিম।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন পরিচালকের মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। গতকাল ঢাকা বিভাগের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বুলবুল ও ফাহিম।

এদিকে খুলনা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেনও জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এসব বিভাগ থেকে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনের প্রয়োজন পড়বে না। এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি করে মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। আসন্ন নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। সেখান থেকে সব মিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ৫১টি। যাচাই-বাছাই শেষে ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।

ক্যাটাগরি ওয়ান থেকে ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। ক্যাটাগরি টু-এর ক্লাব ক্যাটাগরিতে ৩২টির মধ্যে ৩০টি জমা পড়েছে। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন। সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর, সাবেক অধিনায়ক ক্যাটাগরির খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। এই ক্যাটাগরিতে রয়েছে পরিচালক পদ মাত্র একটি। আজ ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচনে।

রূপালী বাংলাদেশ

Link copied!