ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নতুন বিপিএলে সেই পুরোনো কাহিনি!

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫৬ এএম

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। আর শেষ হবে ১৬ জানুয়ারি। নবনির্বাচিত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন আসরে নতুনত্ব ও শৃঙ্খলা আনার প্রতিশ্রুতি দিয়েছে। পুরোনো সমস্যাগুলো সমাধান করে গোছালো বিপিএল আসর আয়োজন করতে বদ্ধপরিকর। কিন্তু এ পর্যন্ত বিপিএল ঘিরে যে গতি-প্রকৃতি দেখা যাচ্ছে, তাতে নতুন আসরে সেই পুরোনো কাহিনি যেন ফিরে আসছে! নানা বিষয়ে এখনো কোনো সুস্পষ্টতা নেই। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও অস্থিরতা মিলে বিপিএলের আসন্ন আসর ঘিরে শঙ্কা দেখা দিচ্ছে। কেননা, ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক নীতিমালার ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। অবশ্য বিপিএল সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু কঠোর বার্তা দিয়ে বলেছেন, এবার যদি কোনো দল আর্থিক ও শৃঙ্খলাবিষয়ক নীতিমালা মানতে ব্যর্থ হয়, তাহলে সেই দলগুলোর নিয়ন্ত্রণ বিসিবি নিয়ে নিতে পারে।

এবার বিপিএলে পাঁচটি দল চূড়ান্ত করে বিসিবি। নতুন করে নোয়াখালী এক্সপ্রেস নামে আরেকটি ফ্র্যাঞ্চাইজি যোগ দিয়েছে। অন্য পাঁচটি দল হলোÑ চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস) এবং সিলেট টাইটান্স (জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট)।

বিপিএলের নতুন আসরের খেলোয়াড়দের নিলাম হবে আগামী ৩০ নভেম্বর বেলা ৩টায়, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। এ নিলামে অংশ নিতে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন। নিলামের আগে অবশ্য দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ লাখ টাকা।

বিপিএলের নিলামে কে কোন ক্যাটাগরিতে

ক্যাটাগরি ‘এ’: এই ক্যাটাগরিতে ছিলেন ছয় ক্রিকেটার। তাদের মধ্যে চারজন সরাসরি চুক্তিতে দল পাওয়ায় নিলামে নাম উঠবে শুধু লিটন কুমার দাস, নাঈম শেখের নাম।

ক্যাটাগরি ‘বি’: এই ক্যাটাগরিতে রয়েছেন ২০ ক্রিকেটার, যার মধ্যে আটজন সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। নিলামে নাম উঠবে মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, শামিম পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফ উদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক।

ক্যাটাগরি ‘সি’: এই ক্যাটারিতে রয়েছেন ১৮ জন ক্রিকেটার। তারা হলেনÑ আফিফ হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, রাকিবুল হাসান, রনি তালুকদার, তাইজুল ইসলাম, আকবর আলী, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, জাকির হাসান, মুমিনুল হক, রিপন ম-ল ও সাদমান ইসলাম।

ক্যাটাগরি ‘ডি’: এই ক্যাটারিতে রয়েছেন ১৯ ক্রিকেটার। তারা হলেনÑ মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, সুমন খান, জিয়াউর রহমান, আলাউদ্দিন বাবু, অমিত হাসান, হাসান মুরাদ, রুয়েল মিয়া, আবু হাসিম, তোফায়েল আহমেদ, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি।

ক্যাটাগরি ‘ই’: এই ক্যাটারিতে রয়েছেন ৩৭ ক্রিকেটার। তারা হলেনÑ ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সৈকত আলী, নিহাদুজ্জামান, রবিউল হক, শফিকুল ইসলাম, সোহাগ গাজী, শহিদুল ইসলাম, শুভাগত হোম, আব্দুল হালিম, আবদুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম বিপ্লব, আনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, আসাদুজ্জামান পায়েল, ইমরানুজ্জামান, মাহফুজুর রহমান রাব্বি, মারুফ মৃধা, মেহেদি হাসান রানা, মুশফিক হাসান, নাঈম ইসলাম, প্রীতম কুমার, রাহাতুল ফেরদৌস জাভেদ, সাজ্জাদুল হক রিপন, সালাউদ্দিন শাকিল, সালমান হোসেন, সাব্বির হোসেন, শাহাদাত হোসেন দীপু, শামসুর রহমান, তাইবুর রহমান, আবদুল গাফফার সাকলাইন, আরিফুল ইসলাম, আশিকুর রহমান শিবলী, মেহেদি হাসান, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন।

ক্যাটাগরি ‘এফ’: এই ক্যাটারিতে রয়েছেন ৬৬ ক্রিকেটার। তারা হলেনÑ আবু জায়েদ রাহি, অমিত মজুমদার, মাহমুদুল হাসান লিমন, মার্শাল আইয়ুব, সাব্বির হোসেন, আবদুল মজিদ, আনামুল হক, শফিউল ইসলাম, তানভীর হায়দার, মেহেদী মারুফ, মিজানুর রহমান, মহিউদ্দিন তারেক, মুনিম শাহরিয়ার, নাবিল সামাদ, সাদিকুর রহমান, আহরার আমিন, আইচ মোল্লা, হুসনা হাবিব মেহেদি, আরিফুল ইসলাম আকাশ, আসাদুল্লাহ আল গালিব, আজমির আহমেদ, গাজী তাহজিবুল ইসলাম, ইফরান হোসেন, জসিমউদ্দিন, মাসুম খান টুটুল, খালিদ হাসান, সোহেল রানা, নাঈম ইসলাম জুনিয়র, শিহাব জেমস, মেহেদি হাসান সোহাগ, মেহরব হোসেন জসি, শাকিল আহমেদ, মোহর শেখ অন্তর, মইনুল ইসলাম, মনির হোসেন খান, মাইশুকুর রহমান রিয়াল, নাঈব হোসেন সাকিব।