বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:১৭ এএম

৯ গোলের থ্রিলার জিতল ম্যানসিটি

দ্রুততম ১০০ গোলের রেকর্ড হল্যান্ডের

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:১৭ এএম

দ্রুততম ১০০ গোলের রেকর্ড হল্যান্ডের

ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ গোলে ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহামের বিপক্ষে তাদের মাঠে ৫-৪ গোলে জিতেছে ম্যাচসিটি। খেলার ৫৪ মিনিটে ৫-১ গোলে এগিয়ে ছিল কোচ পেপ গার্দিওয়ালার দল। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭৮ মিনিটের মধ্যে সেই ব্যবধান ৫-৪-এ নামিয়ে আনেন ফুলহাম। এরপর ম্যাচে সমতা ফেরানোর জন্য সময় থাকলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি স্বাগতিকেরা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। তবে ম্যাচ শেষে নাটকীয়তা ও উত্তাপ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ম্যানসিটি তারকা আর্লিং হলান্ড। খেলার ১৭ মিনিটে নিজের ও দলের প্রথম গোলটি করে অবিশ^াস্য এক কীর্তি গড়েছেন এই নরওয়ের ফুটবলার। এই ম্যাচে গোল করার পর হলান্ডই এখন প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের রেকর্ডের মালিক। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক গড়লেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালান শিয়ারারের দখলে। নিউক্যাসল কিংবদন্তি শিয়ারারের ১০০ গোল করতে লেগেছিল ১২৪ ম্যাচ। ১৯৯৫ সালে রেকর্ডটি গড়েছিলেন শিয়ারার। ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে একের পর কীর্তি গড়েছেন হলান্ড।

এর মধ্যে ছোট-বড় অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন। তবে শিয়ারারের ৩০ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম ১০০ গোল করা হলান্ডের বড় অর্জনগুলোর একটি। প্রিমিয়ার লিগে ৩৫তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের দেখা পেলেন হলান্ড। তার আগে সর্বশেষ ২০২৩ সালে টটেনহামে থাকতে শততম গোলের দেখা পান সন হিউং-মিন। হলান্ডের কীর্তি নিয়ে ম্যাচ শেষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘অভিনন্দন, এটি অবিশ্বাস্য। আমি আর কী বলব? সে অসাধারণ ছিল। অবিশ^াস্য খেলেছে এবং দারুণ একটি গোল করেছে। আমি চাই এটা সে উপভোগ করুক। আর আশা করি, সে এই ক্লাবের হয়ে আরও অনেক গোল করবে।’ রেকর্ড গড়ার পর হলান্ড বলেন, ‘এটা ( রেকর্ড) বড় অর্জন এবং গর্ব লাগছে।

শত গোলের ক্লাবে ঢুকতে পেরে ভালো লাগছে। আমি এটা জানতাম এবং (অর্জনের) চেষ্টা করেছি। গোল করে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। ম্যান সিটির স্ট্রাইকার হলে পরিসংখ্যানটা ভালো হতে হবে এবং সেটাই আমার কাজ। সেটা না পারলে মানুষের উচিত আমার সমালোচনা করা।’ মাত্র ২৫ বছর বয়সে অসংখ্য রেকর্ড নিজের করে নেওয়া হলান্ডের সামনে এখনো লম্বা সময় পড়ে আছে। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

রূপালী বাংলাদেশ

Link copied!