শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৯:১৪ পিএম

নওগাঁ সফরে স্বাস্থ্যের ডিজি, বিলাসবহুল হোটেলে ভূরিভোজ-উপঢৌকনের আয়োজন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৯:১৪ পিএম

নওগাঁ সফরে স্বাস্থ্যের ডিজি, বিলাসবহুল হোটেলে ভূরিভোজ-উপঢৌকনের আয়োজন

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁয় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবু জাফর ও তার স্ত্রী ডা. নূরুন নাহারকে খুশি করতে লাখ টাকার আয়োজন করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিরা। দুপুরে ভূরিভোজ ও উপঢৌকন দিতে শহরের বিলাসবহুল হোটেল ‘মল্লিকা ইন’ এর ডাইনিংয়ে জাঁকজমক আয়োজন করা হয়। এই আয়োজনের খরচ যৌথভাবে ‘নওগাঁ সিভিল সার্জন অফিস, নওগাঁ আড়াইশো শয্যা হাসপাতাল ও নওগাঁ মেডিকেল কলেজ’ বহন করেছে।

সরকারি ছুটির মধ্যেই অনেকটা গোপনে সফর ও এমন আয়োজন করায় তেমন কেউ টেরই পাননি। স্বাস্থ্য বিভাগের বাইরে কাউকে জানানোও হয়নি।

সম্প্রতি নওগাঁ মেডিকেল কলেজ, আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের মান উন্নয়ন এবং পিছিয়ে থাকা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইস্যু ও দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেন স্থানীয়রা। অথচ সেই জেলায় মহা পরিচালকের অনেকটা গোপনে সফর করা নিয়ে নানা জনে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সামাজিক সাংষ্কৃতিক সংগঠন নওগাঁ একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি বলেন, স্বাস্থ্যের মহা পরিচালকের এরকম গোপন সফরের উদ্দেশ্য ‘নিশ্চয় সরিষার মধ্যে ভূত’ আছে। যেখানে নওগাঁবাসীর দাবি-দাওয়া ও আন্দোলনের কথা উপেক্ষিত থেকে যাচ্ছে।

মি. বারি আরো বলেন, স্বাস্থ্যের মহা পরিচালকের কাছে নওগাঁবাসীর অনেক কিছু ‍জিজ্ঞাসার ছিলো। সেটা থেকে বঞ্চিত করা হয়েছে। ভেতরে ভেতরে সবাই ম্যানেজ হয়ে যাচ্ছে কিনা তা নিয়েও বিভিন্ন জনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়,  মহাপরিচালকের সফর ঘিরে মল্লিকা ইন এর ডাইনিংয়ের আয়োজন করার মূল দ্বায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন।

এসব বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, নওগাঁ একদিনের সফরে এসে মহাপরিচালক ‍‍`নওগাঁ মেডিকেল কলেজ, আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় আসেন।

প্রথমেই জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এর পর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগি ও তাদের স্বজনদের সাথে কথা বলে খোঁজ খবর নেন। পরে নওগাঁ মেডেকল কলেজ পরিদর্শন করে ওই কলেজের সম্মেলন কক্ষে কর্মকর্তা, চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে মল্লিকা ইন হোটেলে গিয়ে দুপুরের খাবার গ্রহন করেন। এরপর তরিঘরি করে মহাপরিচালক সফর সঙ্গিদের নিয়ে জেলা ত্যাগ করেন।

এ সময় তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. নূরুন নাহার, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর ই শাদিদসহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় ও  স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মল্লিকা ইন এর আয়োজন ও উপঢৌকনের বিষয়ে প্রশ্ন করা হলে সিভিল সার্জন বলেন, আয়োজনের খরচ তিন ভাগে যৌথ ভাবে সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল কলেজ বহন করবে। সিভিল সার্জন অফিসেরটা তিনি নিজের বেতন থেকে পরিশোধ করবেন বলে জানান।  উপঢৌকনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক মহাপরিচালকের সফরের আয়োজন করা হয়েছে।  ফলে বাইরের কাউকে বলা হয়নি।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইসকেনদার বলেন, মহাপরিচালকের সঙ্গে কথা বলার জন্য বাইরের কেও ছিলো না। তবে আমি তাঁকে নওগাঁ মেডিকেল কলেজের বিষয়ে জোড় দিয়ে বলেছি। তিনি এ বিষয়টি মন্ত্রনালয়ে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন।

এসব বিষয়ে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের সাথে যোযোগ করার চেষ্টা করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আরবি/জেডআর

Link copied!