পুকুরে ডুবে ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরের পর উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের হাটপুকুরিয়া সংলগ্ন মহব্বত আলী মিয়াজী বাড়ির পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে দুধমুখা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে নাফিজ (৮) ও একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ইয়াসিন (১০) পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে নিহত ওই দুই শিশুর মরদেহ ভেসে ওঠে।
পরে পরিবারের লোকজন নিহতদের উদ্ধার করে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাগনভুঞা থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, থানায় নিহতদের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :