চট্টগ্রামের ফটিকছড়িতে গত এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো দুর্বৃত্তদের হাতে পাকা ধান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল। এবারের শিকার বর্গাচাষি মোহাম্মদ সেলিম।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া বাগমারা এলাকায় তার ২ একর জমির কাটা পাকা ধানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত বর্গাচাষি মোহাম্মদ সেলিম জানান, “বৃহস্পতিবার সকালে ধান মাড়াই করার জন্য ২ একর জমির পাকা ধান কেটে মাঠে স্তূপ করে রেখেছিলাম। গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি গরিব-অসহায় মানুষ, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে সংসার চালাই। চাষাবাদ করতে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়েছি। এখন জমির মালিককে ধান-টাকা কীভাবে শোধ করব?”
এর আগে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহাজনপাড়ায় তাপস কান্তি নামে এক কৃষকের প্রায় ৪ একর জমির পাকা ধান এবং মঙ্গলবার রাতে নাজিরহাট পৌরসভার দৌলতপুর উত্তরপাড়ায় এনাম নামে আরেক কৃষকের প্রায় ২ একর জমির কাটা পাকা ধানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এক সপ্তাহের মধ্যে টানা তিনটি ঘটনায় ফটিকছড়ির কৃষক সমাজের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেক কৃষক এখন রাতে মাঠে পাহারা বসিয়ে ধান পাহারা দিচ্ছেন। স্থানীয়রা ধারণা করছেন, জমিজমাসংক্রান্ত বিরোধ কিংবা পরিকল্পিত নাশকতা হতে পারে এসব ঘটনার পেছনে।
ফটিকছড়ি থানার ওসি মো. মঞ্জুরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
কৃষকদের দাবি, অবিলম্বে এই ধারাবাহিক নাশকতার রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে ধান কাটার এই মৌসুমে আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন