শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ১২:০৭ পিএম

পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাচ্ছেন তাহুরা

মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ১২:০৭ পিএম

পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাচ্ছেন তাহুরা

ছবি: সংগৃহীত

একজন মানুষ নিজেকে সুস্থ রাখতে ও চারপাশের পরিবেশ উপভোগ করতে কত কিছুই না করে থাকেন। তেমনই একজন যুবতী তাহুরা সুলতানা রেখা। প্রকৃতি ও দেশকে উপভোগ করতে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তাহুরা। গতকাল রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ১১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৌঁছেছেন।

জানা গেছে, তাহুরার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা প্রবীণ শিক্ষক রশিদ আহমেদ ও গৃহিণী তৈয়বা খাতুনের মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। তাহুরা সুলতানা রেখা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে গ্র্যাজুয়েশন করেছেন।

তার এ যাত্রায় কোনো ধরনের স্পন্সর নেই। ফিনান্সিয়াল ব্যবসার মাধ্যমে তিনি এ যাত্রার খরচ বহন করেন।

তিনি বলেন, নিজেকে সুস্থ রাখতে, দেশকে উপভোগ করতে এই যাত্রা শুরু করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।

তাহুরা সুলতানা রেখা আরও বলেন, পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করে চলার পথে যেখানে বিরতি নিয়েছি, সেখানেই স্থানীয়রা জড়ো হয়ে হাতছানি দিয়েছেন। এই দীর্ঘ পদযাত্রায় ২০-২৫ দিনে গন্তব্যে পৌঁছতে পারবেন বলে আশা রাখেন।

রেখা আরও বলেন, ছোট থেকেই ঘুরাঘুরি পছন্দ করি। সময়ের সাথে স্ট্রিম স্পোর্টস এর যুক্ত হয়ে যাই। চ্যালেঞ্জিং বিষয়গুলো ভালো লাগে দেখেই হয়তো এইসবে নিজেকে যুক্ত রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সব সময় এইসব নিয়েই থাকতে চাই।

হাঁটার মধ্য দিয়ে স্বাস্থ্য ভালো থাকে জানিয়ে তাহুরা বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য হাঁটা জরুরি। তাই এই পদযাত্রার মাধ্যমে মানুষও যাতে হাঁটায় উদ্বুদ্ধ হয়, সেটি আমি চাই।’

তাহুরার পদযাত্রার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, একজন নারী হিসেবে তাহুরা সুলতানার এই পদক্ষেপকে উপজেলা প্রশাসন সাধুবাদ জানায়। তাকে দেখে মানুষ সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ হবেন।

আরবি/এফআই

Link copied!