নওগাঁর বদলগাছীতে হঠাৎ করেই ব্রয়লার মুরগির দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কয়েক দিনের ব্যবধানে প্রতিকেজি মুরগির দাম ২৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১০ টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও আরও বেশি দামেও বিক্রি হচ্ছে।
বদলগাছী সদর বাজার, ভান্ডারপুর, কোলা ও গোঁবরচাপা সড়কের পাশের বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি সাদা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ এবং লেয়ার হাইব্রিড লাল ২২০ ও ব্রয়লার প্যারেন্ট ৩১০ টাকায়। অথচ গত সপ্তাহেও একই মুরগি পাওয়া যাচ্ছিল সাদা ব্রয়লার ১৩০, লেয়ার হাইব্রিড লাল ২০০ এবং ব্রয়লার প্যারেন্ট মুরগি-২৩০ টাকায়।
স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, গতকাল থেকে মুরগির দাম বেড়ে গেছে। পরিবহন খরচও এখন বেশি। তাই আমরাও বেশি দামে কিনে আনছি, বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তবে দাম বৃদ্ধির পেছনে অন্য কারণ দেখছেন অনেকে। বদলগাছী সদরের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘একদিনের ব্যবধানে কেজিতে ২০-৮০ টাকা বেড়ে গেল! এটা কেমন কথা? বাজারে কোনো মনিটরিং নেই, ব্যবসায়ীরা যা খুশি তাই করছে।
একই রকম ক্ষোভ প্রকাশ করেছেন দিনমজুর ছানোয়ার হোসেন। তিনি বলেন, আগে সপ্তাহে একদিন মুরগি খেতাম। এখন তো মাসেও খাওয়া সম্ভব না। সংসারে চাল-ডাল চালানোই কষ্ট, তার উপর আবার এত দাম!
বদলগাছী উপজেলাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো কার্যকর তৎপরতা না থাকায় বাজার নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন স্থানীয়দের।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী বলেন, মুরগির উৎপাদন ও খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে কিছুটা দাম বেড়েছে। পাশাপাশি বড় শহরগুলোতে চাহিদা বেশি, সে কারণে দামও বেড়েছে।
তবে তিনি বাজার তদারকির আশ্বাস দিয়ে বলেন, কয়েক দিনের মধ্যেই দাম কিছুটা স্থিতিশীল হবে।
সচেতন মহল বলছেন, প্রতি বছর এই সময়ে কিছুদিনের জন্য মুরগির বাজারে এমন অস্থিরতা দেখা দেয়। তবে এবারের দাম বৃদ্ধি অতীতের তুলনায় অনেক বেশি ও হঠাৎ। বাজার তদারকির বিকল্প নাই বলে জানান তারা।
এদিকে বাজারে মনিটরিং জোরদার না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ভোক্তারা।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, সারা দেশেই মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বদলগাছীতে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত মূল্যের বাহিরে অতিরিক্ত মূল্যে নেওয়ার সুযোগ নেই। বাজার মনিটরিং কার্যকর কে আরো জোরদার করা হবে। যাতে কোন জিনিসের দাম না বাড়ে,জনদূর্ভোগ সৃষ্টি না হয়।
আপনার মতামত লিখুন :