খুলনায় মাথায় অস্ত্র ঠেকিয়ে ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মহানগরের ১ নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মুন্সী নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা চারজন সন্ত্রাসী পেছন দিক থেকে ইমরানকে লক্ষ করে গুলি চালায়। গুলিতে গুরুতর আহত ইমরানকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’ ও ‘গ্রেনেড বাবু গ্রুপ’-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত ইমরান পলাশ গ্রুপের সহযোগী কাউয়া মিরাজের ঘনিষ্ঠ ছিলেন বলেও জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন