ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১১:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে মন্দিরের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সোহেল মাহমুদ বলেন আমাদের দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশর নাগরিক।

শনিবার ৭ ডিসেম্বর বিকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  চাঁদ মিয়ার সভাপতিত্বে ও উপপরির্দশক সুমন আহম্মেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সোহেল মাহমুদ।

এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। এদেশ আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই ভাই। কোনো ধর্মীয় উপাসনালয়ে কেউ যদি অপ্রিতিকর ঘটনা ঘটাতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুস্থ সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির নিরাপদ রাখা যায় এবং কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সব সময় মন্দির রক্ষায় নিরাপত্তা প্রদানে সোচ্চার থাকবেন বলেও তিনি জানান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, খাগুরিয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সুত্রধর, শিমলা বাজার জগন্নাথ মন্দির কমিটির আইন বিষয়ক সম্পাদক শিবলু চন্দ্র ঘোষসহ উপজেলা বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ থানার পুলিশ সদস্য এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।