ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

মাদারীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ২

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৮:২৪ পিএম
রাজৈরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ডাকাতি করেছে একদল ডাকাত। ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের রাজৈরে এক ধান ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে ২ জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আব্দুল আলিম ফকির। তিনি বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের মেজ ভাই ও সুতারকান্দি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাতে আব্দুল আলিম ফকিরের বসতঘরে হানা দেয় ১০-১৫ জনের এক ডাকাত দল। তারা প্রথমে ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে বাসার মালিক আব্দুল আলিম ফকির ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে রশি দিয়ে বেঁধে ফেলে।

ডাকাতরা এরপর আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে নগদ ছয় লাখ ৩০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। বাধা দেওয়ায় গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে ডাকাতরা। পরে সবকিছু লুট করে পালিয়ে যায়।

এ সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা পুলিশ।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি  মুহাম্মদ মাসুদ খান।