ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

বাঁশখালীতে ১৮০০ কৃষককে বীজ-সার বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:৫৫ পিএম
বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে ১৮০০ কৃষককে বীজ ও সার বিতরণ। ছবি: রূপাল বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে ১৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা তৌসিব উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কাইছার উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহসেন আলী, মৃধুল কান্তি বড়ুয়া, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কল্যাণ বড়ুয়া মুক্তা, সদস্যসচিব মিজান বিন তাহের, যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা, রিয়াদুল ইসলাম, সদস্য তাফহিমুল ইসলাম প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, বাঁশখালীতে ২৫-২৬ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে বলে জানান তিনি।