ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ভারতীয় চেকপোস্ট-বাঙ্কার গুঁড়িয়ে দিল পাকিস্তান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০১:৫৫ এএম
সীমান্তের বেড়ার ধারে সতর্ক হয়ে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের এক সেনা। ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর  দু’দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিবর্ষণে ভারতের সেনাবাহিনীর একাধিক চেকপোস্ট ও বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে দেশটির শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২৯ থেকে ৩০ এপ্রিল গভীর রাতে ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করলে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এ সময় চরম উত্তেজনার মধ্যে গোলাগুলি চলে দুই পক্ষের মধ্যে। এতে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাঙ্কারগুলো ধ্বংস হয়।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, প্রতিশোধমূলক হামলায় জম্মু-কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক বাঙ্কার টার্গেট করে ধ্বংস করা হয়েছে।

ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা শুরু করেছিল বলে দাবি পাকিস্তানি নিরাপত্তাবাহিনীর ।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের সেনারা কেবলমাত্র প্রতিরক্ষার অংশ হিসেবে জবাব দিয়েছে এবং শত্রুপক্ষের আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে।’

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়তে থাকে। হামলার পেছনে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলেছে ভারত, যদিও ইসলামাবাদ তা বরাবরই অস্বীকার করে আসছে।