কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কূটনৈতিক ও প্রতিরক্ষা-সংক্রান্ত পদক্ষেপ নিচ্ছে ভারত। এরই অংশ হিসেবে এবার ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানের নিবন্ধিত এবং পরিচালিত সব ধরনের বিমানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জের ধরেই ভারত এ সিদ্ধান্ত নিল।
এর ছয় দিন আগে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন ও পরিচালিত সব ধরনের বিমানের জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে।
ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত কোনো বিমান, সামরিক কিংবা বেসামরিক কোনোটিই ভারতীয় আকাশসীমা ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত ব্যবহার করতে পারবে না।