যেখানে গান, সেখানে ন্যান্সি, এ যেন অলিখিত নিয়ম! কিন্তু এবার সেই নিয়মে ছেদ টেনে ‘মেলোডি কুইন’ নাজমুন মুনিরা ন্যান্সিকে শেষ মুহূর্তে ছেঁটে ফেলা হলো বুয়েট ক্লাবের কনসার্ট থেকে। কারণ? নাকি তিনি ‘রাজনৈতিক শিল্পী’!
ঘটনাটা যেন সিনেমার স্ক্রিপ্ট- পোস্টার বানানো, প্রোমো রেডি, ‘মেলোডি কুইন’ উপাধিও ঝলমল করছে। তারপর এক রাতে হোয়াটসঅ্যাপে বার্তা, ‘আপনাকে বাদ দেওয়া হয়েছে’।
ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে পুরো ঘটনাটার মুখোশ উন্মোচন করেন ন্যান্সি নিজেই। তাতে একদম খোলামেলা অভিযোগ, ‘আপনারা অতি আগ্রহী ছিলেন আমায় নেওয়ার জন্য, এখন বলছেন আমি নাকি রাজনৈতিক!’
তিনি আরও লিখেছেন, ‘বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়েই আজগুবি অজুহাতে বাদ দিলেন! এটা কি প্রফেশনালিজম?’
ঘটনাটির সবচেয়ে রসালো অংশ? আয়োজকেরা একসময় তাকে ‘মেলোডি কুইন’ বলে প্রোমো বানিয়েছিল। সেটা মনে করিয়ে দিয়ে ন্যান্সির কটাক্ষ, ‘আপনারা পারেনও বটে!’
এই ‘বাদ পড়া কাণ্ড’ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, নেটিজেনদের অনেকে বলছেন ‘গান তো শিল্প, রাজনীতি নয়। তবে কোন ঘরের চাপ এসে এমন সিদ্ধান্ত?’
এদিকে আয়োজক বুয়েট ক্লাব এখনো মুখে কুলুপ এঁটেছে। কিন্তু গুঞ্জন থামছে না, আসলে কি কারও বিশেষ অনুরোধে বাদ দেওয়া হয়েছে ন্যান্সিকে? কে সেই ‘প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই’?
সব মিলিয়ে এই কনসার্ট কেলেঙ্কারি এখন গানের জগতেই নয়, রাজনৈতিক আলাপের টেবিলেও চায়ের কাপের ঝড় তুলছে।
আর ন্যান্সি? তিনি ব্যস্ত নতুন শো আর গান নিয়ে। কিন্তু প্রশ্নটা এখনো বাতাসে, ‘রাজনৈতিক পরিচয় থাকলে কি শিল্পীর কণ্ঠ থেমে যাবে?’