ঢালিউড ‘কুইন’ মাহিয়া মাহি আবারও নেটিজেনদের মনে ‘আগুন’ ধরিয়ে দিয়েছেন রহস্যময় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

লিখেছেন মাত্র কয়েকটি শব্দ- ‘একটু আদরে আমাকে রাখো’, সঙ্গে ভালোবাসার ইমোজি!
ব্যস, এতেই শুরু হয়েছে নানা জল্পনা। কে এই ‘ভাগ্যবান’ যার কাছে আদরের দাবি জানালেন মাহি?
কেউ বলছেন, নতুন প্রেমের ইঙ্গিত, কেউ ভাবছেন- এ যেন নিঃসঙ্গতার নিঃশব্দ স্বীকারোক্তি। আবার কেউ ধরছেন, সিনেমার সংলাপ বা গানের লাইন।
যদিও মাহি নিজে মুখ খোলেননি, তবে তার এ আবেগঘন স্ট্যাটাসে ভক্তদের মনে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন—আসলে কার জন্য এতটুকু আদরের খোঁজ?