ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়ক ওমর সানী এখন সিনেমায় খুব একটা নিয়মিত না হলেও নানা রকম ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি এই নায়ক একটি রিয়েল এস্টেট কোম্পানির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এবার ওমর সানী ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামের একটি সংগঠনের শুভেচ্ছাদূত হয়েছেন। দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।
এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘বাংলাদেশ এবং বর্হিবিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে। অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক, অধিকার সুরক্ষা, সরকার কর্তৃক দেওয়া নাগরিক সুযোগ সুবিধাপ্রাপ্তির আইনগত সহায়তাদান ও সংরক্ষনের কাজে নিয়োজিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।’
সানী বলেন, ‘এমন ভালো একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেরও ভালো লাগছে।’
এ অভিনেতা সিনেমা থেকে দূরে থাকলেও সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আগ্রহ থেকেই নতুন পরিচয়ে অবতীর্ণ হয়েছেন।
ওমর সানী ব্যবসা ও সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে নতুনভাবে মানুষের সেবা করতে চান।