সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এম মাহমুদ হাসান মিলনের নেতৃত্বে বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের পাবলিক হল মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে এম এম মাহমুদ হাসান মিলন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি মিছিল বের করে এবং মিছিল শেষে কিছুক্ষণ সমাবেশ করে বক্তব্য দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা মুখে মাস্ক পরায় তাদের শনাক্ত করা যায়নি।’
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।