ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

‘চম্পক’ নিয়ে বিপাকে বিসিসিআই 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:৪৫ পিএম
আইপিএলের রোবট কুকুর ‘চম্পক’। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক প্রযুক্তি আনে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোবটের মধ্যে ক্যামেরা লাগিয়ে তা মাঠে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে এই ‘রোবট কুকুরটির’ নামকরণ করে বিসিসিআই। 

দর্শকদের ভোটে ‘রোবট কুকুরটির’ নাম রাখা হয় ‘চম্পক’। এবার এ নাম নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এ নামের কারণে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছে একটি প্রতিষ্ঠান।  

জানা যায়, ভারতে ‘চম্পক’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। সেই পত্রিকার মালিকই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলা করেছেন।

পত্রিকাটির অভিযোগ, ভারতীয় ক্রিকেট বোর্ড ক্যামেরাটির যে নাম দিয়েছে, তাতে পত্রিকার এত দিনের নাম খারাপ হচ্ছে।

পত্রিকার পক্ষ থেকে আইনজীবী অমিত গুপ্ত বলেন, ‘ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএল চলছে। অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। ২৩ এপ্রিল সেটির নামকরণ হয়েছে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে।’ 

যদিও আদালত পত্রিকার এ দাবি মানতে নারাজ। পত্রিকাটির চারিত্রিক নাম ‘চিকু’। যা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ডাক নাম।

ফলে পত্রিকাটি যদি কোহলির নাম ব্যবহার করে, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড ওই পত্রিকার নাম ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করছেন আদালত।

আইনজীবী গুপ্ত আরও বলেন, ‘পত্রিকার চরিত্রগুলো সবই কোনো না কোনো পশু। ক্যামেরাটিও তৈরি কুকুরের আদলে। সেই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।’

আদালত যদিও সেটা মানছেন না। বিচারপতি বলেন, ‘সমস্যা তৈরি হওয়ার কোনো উদাহরণ পাওয়া যাচ্ছে না।’