ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

সেঞ্চুরির ক্রেডিট তিন সতীর্থকে দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৮:২০ পিএম
মেহেদী হাসান মিরাজ ।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করেছেন টাইগাররা।

এ ম্যাচে বল হাতে ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও তিনি করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পর অবশ্য তিনি এর ক্রেডিট দিয়েছেন সতীর্থদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রেডিটটা বোলারদের। তাইজুল সমর্থন দিয়েছে। তানজিম ও হাসান মাহমুদও তাদের ব্যাটিং দক্ষতা দেখিয়ে আমাকে সেঞ্চুরির সুযোগ করে দিয়েছে।’

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শেষদিকে মিডেল অর্ডারের ব্যর্থতার ফলে দ্রুতই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এ সময় দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ।

তৃতীয় দিন মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন, নাঈম হাসান (২০), তাইজুল ইসলাম (৪১) এবং তানজিম হাসান সাকিব (৪১)।

এ ছাড়াও হাসান মাহমুদ কোনো রান না করলেও শেষদিকে ১৬ বল খেলে রানের চাকা সচল রাখতে মিরাজকে সঙ্গ দেন।